দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 6 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ বাছাইপর্ব: ইতালির দাপুটে জয়, ফ্রান্সের শুভ সূচনা

বার্তা কক্ষ
September 6, 2025 10:32 am
Link Copied!

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের খেলায় বড় ব্যবধানে জয় পেয়েছে ইতালি। এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। অন্যদিকে, ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের আরেক খেলায় জয় দিয়ে মিশন শুরু করেছে ফ্রান্স। ওলিস-এমবাপ্পের গোলে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে তারা।

ঘরের মাঠে প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে থাকে ইতালি। স্বাগতিকদের আক্রমণ সামলাতে ব্যস্ত সময় কাটে এস্তোনিয়ার রক্ষণের। তবে গোলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বিরতির পর খেলার ৫৮ মিনিটে কিনের গোলে ডেডলক ভাঙেন ইতালি। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও রেতেগুই। মিনিট দুই পর স্কোরশিটে নাম তুলেন রাশপাদোরি। এরপর খেলার শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের সাথে স্কোরলাইন ৪-০ করেন রেতেগুই। আর ইনজুরি টাইমে এস্তোনিয়ার কফিনে শেষ পেরেক ঠুকেন বাস্তনি, যা ইতালির বড় জয় নিশ্চিত করে।


এদিকে, ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুরুতেই এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বারকোলোর অ্যাসিস্ট থেকে ম্যাচের ১০ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন মাইকেল ওলিস। শুরুতে এগিয়ে যাওয়ার পর আর কোনো গোলের দেখা পাননি ফ্রান্স। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে লড়াই চালালেও স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি ইউক্রেন। দুইবার সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় হয়নি তাদের। শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের চমৎকার গোলে জয় নিশ্চিত হয় ফ্রান্সের।