দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 3 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ১১ : ট্রাম্প

বার্তা কক্ষ
September 3, 2025 9:19 am
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা থেকে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের হয়ে মাদক পাচারকারী একটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা; এতে নিহত হয়েছেন ১১জন।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘কিছুক্ষণ পূর্বে আমরা একটি মাদকবাহী নৌকা ধ্বংস করেছি। এতে অনেক পরিমাণে মাদক ছিল। বলা যায়, এ রকম নৌকা আরও অনেক আসছে। এগুলো ভেনেজুয়েলা থেকে এসেছে।’

ট্রাম্প এরপর তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেন, যাতে ড্রোন থেকে তোলা ফুটেজে একটি দ্রুতগামী নৌকা বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যেতে দেখা যায়।

ট্রাম্পের দাবি, স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) ভোরে এই হামলা চালানো হয়। এতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুনভাবে বেড়ে গেল। মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রমাণ ছাড়াই আন্তর্জাতিক ড্রাগ গ্যাং কার্যক্রম পরিচালনার অভিযোগ করে আসছেন ট্রাম্প।

সাধারণত এ ধরনের ছোট আঁকারের নৌকা আটক করা হয়। সেই সাথে ক্রু মেম্বারদের গ্রেফতার করা হয়। কিন্তু এবার আক্রমণ করে পুরো নৌকাটি ধ্বংস করা হয়েছে।

পেন্টাগন এখন পর্যন্ত এই হামলার বিস্তারিত তথ্য দেয়নি। বিশেষকরে, নৌকাটিতে কী ধরনের মাদক ছিল কিংবা পরিমাণ কেমন ছিল: এসব কোন তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল জাজিরা