প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাব্বিশের ফেব্রুয়ারিতেই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যারা এই সরকারকে ভোট পর্যন্ত যেতে দিতে চায় না, তারা সর্বোচ্চ বাধা দেবে। কিছু লক্ষণ এখনই দেখা যাচ্ছে। এ বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৭ দল ও হেফাজত ইসলামের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাতে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যারা ভোট দিতে পারেননি তাদের জন্য আগামী নির্বাচনে ভালো অভিজ্ঞতা হবে। আর যারা ভোট দিতে গিয়ে তিক্ততার শিকার হয়েছেন তাদেরকেও ভাল অভিজ্ঞতা দিতে হবে। আগামী নির্বাচনে অন্য কোনো দেশ যেন থাবা বসানোর সুযোগ না পায়- এমন মন্তব্যও করেছেন প্রধান উপদেষ্টা।
দুর্গাপূজার বিষয়ে প্রধান উপদেষ্টার বরাতে প্রেস সচিব জানান, দুর্গা পূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সকলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, অনেকে গণ্ডগোল তৈরির চেষ্টা থাকবে। সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.