দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে

বার্তা কক্ষ
September 2, 2025 8:46 am
Link Copied!

যশোরের মনিরামপুর উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর শিশু গুরুতর অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশুর নাম আজিম (৩) এবং আহত শিশু হালিমা (৮)। তারা সম্পর্কে ভাইবোন এবং উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের সন্তান। পরিবারটি বর্তমানে মনিরামপুর পৌরসভার বাঁধাঘাট এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছে।

হতাহত শিশুদের মামা রমজান আলী জানান, শিশুরা চার ভাই বোন মা তানজিলা খাতুনের সঙ্গে ভাড়া বাড়ির ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। রাত ৪টার দিকে আজিম ও হালিমার চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। এ সময় ঘরের আলো জ্বেলে একটি সাপ দেখতে পায় সবাই। সঙ্গে সঙ্গে দুই ভাই-বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম না থাকায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যরা যশোর হাসপাতালের দূরত্ব ভেবে তাদেরকে পাশে চালকিডাঙ্গা গ্রামের ওঝার কাছে নিয়ে গেলে আজিমের মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিস্ট্রার ডাক্তার আফসার আলী বলেন, হালিমা বর্তমানে শঙ্কামুক্ত। তবুও তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য ১০টি অ্যান্টিভেনম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে ব্যবহার করা হবে।