দেশের পাঁচ জেলায় এক দিনে পাঁচজন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া মরদেহ উদ্ধার করা হয়েছে তিনজনের। তাদের মধ্যে সাভারে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়। গত শুক্রবার রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার হত্যার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা।
বাড়ির সামনে ছাত্রলীগ নেতার মরদেহ
ভোলায় বাড়ির সামনে থেকে সাইফুল্লাহ আরিফ (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে ভোলা পৌরসভার কালীবাড়ি সড়ক এলাকার নববী মসজিদসংলগ্ন গলিতে তাঁর নিজের বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সাইফুল্লাহ আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বশির উদ্দিনের একমাত্র ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আরিফ আত্মগোপনে ছিলেন, মাঝে মাঝে গোপনে বাড়িতে আসতেন।
আরিফের বাবা বশির উদ্দিন জানান, শুক্রবার রাতে খাবার শেষে মাকে ওষুধ ও পানি খাওয়ান আরিফ। এরপর ১২টার দিকে নিজ কক্ষে ঘুমাতে যান। ফজরের নামাজ আদায়ের জন্য ভোরে পাশের মসজিদে রওনা হন বশির। বাড়ির ফটক খুলে বেরিয়ে সামনের রাস্তায় উঠতেই তিনি আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
ছুরিকাঘাতে নিহত আওয়ামী নেতা
যশোরের মনিরামপুর উপজেলায় ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন শাহীন তারেক নামের এক যুবক। শনিবার রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মোবারকপুর গ্রামের প্রয়াত আজাহার আলী মাস্টারের ছেলে। আহত শাহিন তারেক বলেন, ‘ওই চায়ের দোকানে আমরা নিয়মিত আড্ডা দিই। রাতে সেখানে পরিকল্পিতভাবে হামলা করে স্থানীয় একটি চক্র। পূর্বশত্রুতার জের ধরেই এ হামলা চালানো হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবদল নেতা মতিয়ারের নেতৃত্বে ১০-১২ জন হামলায় অংশ নেন। তবে যুবদলের মনিরামপুর উপজেলার সদস্য সচিব সাইদুল ইসলাম বলেন, ‘যুবদলের কারও জড়িত থাকার প্রশ্নই ওঠে না।’
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের সাবেক মেম্বার ও স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা দুজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে ওই ইউনিয়নের জামাটি গ্রামের এ ঘটনায় আহত হয়েছেন আশরাফ মিয়া নামের একজন। দুজাহান জামাটি গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, দুজাহান মিয়ার কাছ থেকে একই এলাকার আমজাদ প্রায় দুই বছর আগে জমি বিক্রির কথা বলে পাঁচ লাখ টাকা নেন। এই টাকা নিয়ে দুজনের বিরোধ চলছিল। শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় দুজাহানকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ভাই এরশাদ মিয়া বলেন, ‘আমার ভাইয়ের কাছ থেকে আমজাদ পাঁচ লাখ টাকা নিয়েছিল। টাকা চাইলে রাগারাগি করত সে। এ জন্যই সে সন্ত্রাসী দিয়ে আমার ভাইকে মেরে ফেলেছে।’
কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মহরম হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৮টার দিকে কাঁটাবিল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মহরম নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি কাঁটাবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মাদক-সংক্রান্ত বিরোধের জেরে মহরমকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। মহরমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে।
ঢাকায় ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর গাবতলীর গৈদারটেক এলাকায় ছুরিকাঘাতে আবু সাঈদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। অভিযুক্তের নাম আশিক। ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ জানায়, আবু সাঈদ মোটর গ্যারেজে কাজ করতেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় গৈদারটেক খালপাড় লোহার ব্রিজে দুই বন্ধু সাঈদ ও আশিকের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে আশিক কোমর থেকে ছুরি বের করে সাঈদের গলায় আঘাত করেন। এতে তাঁর শ্বাসনালি কেটে যায়। আশপাশের লোকজন ছুটে এলে আশিক পালিয়ে যান।
অপহরণ করে শিশুকে হত্যা
সাভারের আশুলিয়ায় ঋণ পরিশোধের জন্য পাশের বাসার ভাড়াটিয়ার পাঁচ বছরের শিশু জোনায়েদকে অপহরণ করে মোরসালিন। মুক্তিপণের টাকা না পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। অপহরণের ১৩ দিন পর শুক্রবার রাতে আশুলিয়ার ফারুখনগর এলাকার একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মোরসালিনকে গ্রেপ্তার করে র্যাব-৪। তার দেওয়া তথ্যে মরদেহ উদ্ধার করা হয়েছে। জোনায়েদ গাইবান্ধা সদর উপজেলার সাগর মিয়ার ছেলে। সে পোশাক শ্রমিক মা-বাবার সঙ্গে আশুলিয়ার ফারুখনগর এলাকায় মিয়াজ উদ্দিন ভান্ডারীর বাড়িতে ভাড়া থাকত। গ্রেপ্তার মোরসালিন একই বাসার ভাড়াটিয়া।
দুই মরদেহ উদ্ধার
শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন লেক থেকে জয়নাল আবেদীন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কড়াইল বস্তিতে পরিবার নিয়ে বাস করতেন তিনি। তাঁর বড় ভাই মোস্তফা জানান, বৃহস্পতিবার রাতে বাসায় খাবার খেয়ে বের হন জয়নাল। এরপর সন্ধান না পেয়ে শুক্রবার রাতে তার স্ত্রী গুলশান থানায় জিডি করেন।
এদিকে গতকাল ধানমন্ডির ৩৬ নম্বর রোডের একটি বাসা থেকে মারিয়া খাতুন (১২) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ তারাইল উপজেলায়। মারিয়ার নানি বকুলি বেগম জানান, নাসরীন সুলতানা নামে এক নারীর বাসায় চার মাস ধরে কাজ করছিল মারিয়া। বকুলি নিজেও ওই বাসায় কাজ করেন। শনিবার বিকেলে মারিয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানাতে পারেননি বকুলি।