সংবাদ প্রকাশের জেরে একাধিক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জি নাফসি তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে দুইজন সাংবাদিক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুমকির শিকার সাংবাদিকরা হলেন—দৈনিক বাংলার জয়পুরহাট জেলা প্রতিনিধি মো. রাব্বিউল হাসান ও অনলাইন নিউজ পোর্টাল ‘আই নিউজ বিডি’র জেলা প্রতিনিধি মো. আবু রায়হান। তারা কালাই ও জয়পুরহাট সদর থানায় পৃথকভাবে জিডি করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসিরা নিশ্চিত করেছেন।
সাংবাদিক আবু রায়হানকে তার ম্যাসেঞ্জারে হুমকি দিয়ে লেখার স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সাংবাদিকদের হত্যাসহ বিভিন্নভাবে হুমকি দেওয়ায় জয়পুরহাটের সাংবাদিক সংগঠনের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা শিক্ষক নাফসি তালুকদারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জি নাফসি তালুকদার কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লার বাসিন্দা।
সাংবাদিক আবু রায়হান বলেন, শিক্ষক নাফসি তালুকদার শিক্ষার্থীদের বেত্রাঘাত করেছেন। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক। আমিসহ অন্য গণমাধ্যমকর্মীরা ঘটনার আলোকে নিউজ করেছি। নিউজ করার জেরে নাফসি তালুকদার আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে হুমকি দিয়েছেন। আমি জীবনের নিরাপত্তা চেয়ে জয়পুরহাট সদর থানায় জিডি করেছি। বিষয়টি পুলিশ সুপার (এসপি) ও সেনাবাহিনীকে অবহিত করেছি।
দৈনিক বাংলার সাংবাদিক কালাই উপজেলার বাসিন্দা রাব্বিউল হাসান বলেন, নিউজ প্রকাশের জেরে শিক্ষক নাফসি তালুকদার আমাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার কালাই থানায় তার বিরুদ্ধে জিডি করেছি। একই ঘটনায় নাফসি তালুকদার আরও কয়েকজন সাংবাদিককে হুমকি দিয়েছেন।
নাগরিক টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি মাহফুজ রহমান বলেন, সংবাদ প্রকাশের পর অভিযুক্ত শিক্ষক নাফসি তালুকদার আমাকে ফোন দিয়ে দেখবে বলে হুমকি দিয়েছেন। শুধু আমাকেই নয়, জেলা ও উপজেলার অন্তত ১০ জন সাংবাদিককে তিনি হুমকি দিয়েছেন। সংবাদ প্রকাশ করতে গিয়ে এ ধরনের হুমকি মুক্ত সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করছে।
জানতে চাইলে নাফসি তালুকদার সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সময় ১৮-২০ বার শোকজ খাইছি। আর এখন তো আমার তো সুদিন। আমি এমনিতেই বেশি দিন চাকরি করব না।
জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি রাশেদুজ্জামান রাশেদ বলেন, একজন শিক্ষক কিভাবে এভাবে সাংবাদিকদের হত্যার হুমকি দেন, সেটিই প্রশ্ন। সাংবাদিকদের ওপর এরকম হুমকি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা অবিলম্বে আইনগত ব্যবস্থার দাবি করছি।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট নাফসি তালুকদারের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ঢুকে নবম শ্রেণির ৩৩ শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাতের অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে নাফসি তালুকদার সাংবাদিকদের হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.