দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 27 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ওয়াশিংটনে গাজা ইস্যুতে বৈঠক বসাবেন ট্রাম্প

বার্তা কক্ষ
August 27, 2025 9:13 am
Link Copied!

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৭ আগস্ট) হোয়াইট হাউসে গাজা বিষয়ক বৈঠকের সভাপতিত্ব করবেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে ইসরায়েলের যুদ্ধ চলতি বছরের মধ্যেই শেষ হবে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, বুধবার (২৭ আগস্ট) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার।

বৈঠকটি স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প গাজায় যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর তিনি সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও পার হয়ে গেছে সাত মাস। তবে, ট্রাম্পের লক্ষ্য এখনও অধরা।

ইউএস প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদ শুরুর পর একটি যুদ্ধবিরতি হয়েছিল, যা টিকেছিল মাত্র দুই মাস। কিন্তু এরপর ১৮ মার্চ ইসরায়েলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হলে যুদ্ধবিরতি ভেঙে যায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় শিশুদেরসহ ক্ষুধার্ত মানুষের ছবি বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে এবং ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েল তীব্র সমালোচনার মুখে পড়েছে।

সূত্র: রয়টার্স