দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 23 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ডের ছবি ওপেন করে আড়াই লাখ টাকা হারালেন সরকারি কর্মকর্তা

বার্তা কক্ষ
August 23, 2025 8:50 pm
Link Copied!

হোয়াটসঅ্যাপে বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়ে ছিলেন এক ব্যক্তি। আর তাতে ক্লিক করতেই ২ লাখ ৬৪ হাজার টাকা খুইয়েছেন সরকারি এক কর্মকর্তা। ভারতের মহারাষ্ট্রের হিঙ্গলি জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি 

একটি অপরিচিত নম্বর থেকে সরকারি কর্মকর্তার হোয়াটসঅ্যাপের বিয়ের আমন্ত্রণপত্র পাঠায় ওই সাইবার প্রতারক। যেখানে লেখা ছিল, ‘স্বাগতম। শাদি মে জারুর আয়ে (বিয়েতে আসুন)। ৩০/০৮/২০২৫। ভালোবাসা হলো সুখের দরজা খোলার মূল চাবিকাঠি।’ নিচে বিয়ের আমন্ত্রণের একটি পিডিএফ দেওয়া ছিল। আর এতে ক্লিক করেই প্রায় ১ লাখ ৯০ হাজার রূপি খোয়ালেন ওই সরকারি কর্মকর্তা।

পরে জানা যায়, ওই আমন্ত্রণপত্রটি ছিল একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (এপিকে) ফাইল, যা ব্যবহারকারীদের ফোন হ্যাক করে সংবেদনশীল তথ্য চুরি করার জন্য বিবাহের কার্ডের ছদ্মবেশে তৈরি করা হয়েছিল।

ইতিমধ্যে ওই ভুক্তভোগী হিঙ্গলি থানা এবং সাইবার সেল বিভাগে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগে গত বছর বিয়ের আমন্ত্রণপত্র কেলেঙ্কারির খপ্পরে পড়ে অনেক মানুষ তাদের টাকা হারিয়ে ছিলেন।

হোয়াটসঅ্যাপে একজন ব্যক্তির বিয়ের আমন্ত্রণপত্র পাওয়ার মাধ্যমে এই কেলেঙ্কারি শুরু হয়। একবার ক্লিক করলে, ফোনে এপিকে (APK) ফাইল ডাউনলোড হয়ে যায়। এতে সাইবার অপরাধীরা ভুক্তভোগীর কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। এমনকি তারা ফোনের মালিক সেজে যে কাউকে প্রতারণার জালে ফাঁসাতে পারে।