দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 22 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৩০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বার্তা কক্ষ
August 22, 2025 10:22 am
Link Copied!

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ এখন ২৫ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক জানান, চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা ১৬৪ কোটি ২০ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ কোটি ২০ লাখ ডলার বেশি। গত বছর এ সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪১২ কোটি ডলারের রেমিট্যান্স। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৪৪ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে আলোচ্য সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২০ শতাংশ।

আগস্টের প্রথম ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ। এ সময়ে এসেছে ১ হাজার ৬৪২ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৩০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স। তবে সে মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল সর্বোচ্চ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। শুধু মার্চ মাসেই আসে ৩২৯ কোটি ডলার, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ প্রবাহ।