যশোর সদর উপজেলার ৮ নং দেওড়া মডেল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ মহসিন আলী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৬/০৮/২০২৫) বিকালে ফরিদপুর গ্রামের এফ এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে সদস্য নবায়ন কার্যক্রম চলাকালে হঠাৎ করে যুবদল ও কৃষকদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ টিটো থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ মহসিন আলীর ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, এ সময় বিএনপি’র বহিষ্কৃত তিন নেতার নেতৃত্বে ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ টিটো অতর্কিত হামলা চালায়। এতে থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ মহসিন আলী গুরুতর আহত হন বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নবায়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে যশোর সদর থানার ওসি জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.