দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 16 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

যশোর সদর দেয়াড়া ইউনিয়নে বিএনপি’র বহিষ্কৃত নেতার নেতৃত্বে অতর্কিত হামলা

বার্তা কক্ষ
August 16, 2025 10:19 pm
Link Copied!

যশোর সদর উপজেলার ৮ নং দেওড়া মডেল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ মহসিন আলী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৬/০৮/২০২৫) বিকালে ফরিদপুর গ্রামের এফ এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে সদস্য নবায়ন কার্যক্রম চলাকালে হঠাৎ করে যুবদল ও কৃষকদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ টিটো থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ মহসিন আলীর ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, এ সময় বিএনপি’র বহিষ্কৃত  তিন নেতার নেতৃত্বে ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ টিটো  অতর্কিত হামলা চালায়। এতে থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ মহসিন আলী গুরুতর আহত হন বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  আছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নবায়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে যশোর সদর থানার ওসি জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।