ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নানা দিক তুলে ধরে মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা ‘রক্তবীজ ২’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজার, যা দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। টিজারের শুরুতেই বলা হয়, “যতবার ভারত ও বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথা চাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাস।”
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমাটিতে মূলত দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্বের গল্প ফুটে উঠেছে। টিজারে দেখা গেছে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে এবং ভিক্টর ব্যানার্জিকে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে। প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের ইতিহাসকেও টিজারে ধরা হয়েছে। সেই সঙ্গে দেখানো হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীকেও। মূলত প্রণব মুখার্জি তার শ্বশুরবাড়ি দেখতে নড়াইলের ভদ্রবিলা গ্রামে গিয়েছিলেন। তার আগমন উপলক্ষে বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছিল প্যান্ডেল, পিঠা, ইলিশ মাছ, ফলমূল ও অন্যান্য খাবারের ব্যবস্থা। টিজারেও এর কিছু অংশ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
‘রক্তবীজ ২’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘ব্যান্ডিট কুইন’ সিনেমা খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাস। টিজার দেখে অনেক নেটিজেনরাই বলছেন সীমা জুলাই অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। তবে এই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। কিন্তু এই সিনেমার সূত্র ধরে নতুন করে আলোচনা করা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে।
‘রক্তবীজ ২’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘ব্যান্ডিট কুইন’ সিনেমা খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাস। টিজার দেখে অনেক নেটিজেনরাই বলছেন সীমা জুলাই অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। ছবি: ‘রক্তবীজ ২’ সিনেমার টিজার
প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘রক্তবীজ’ সিনেমার ধারাবাহিক হিসেবে এই কিস্তিতেও মূল চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। নতুন সংযোজন হিসেবে আছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা গেছে শীতল খলনায়কের রূপে। সিনেমার একটি আইটেম গানে দেখা গেছে নুসরাত জাহানকে।
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ে পরিচালিত ‘রক্তবীজ ২’ সিনেমার টিজার মুক্তির পর অঙ্কুশের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তার উদ্দেশে দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই, আমার অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।” ‘রক্তবীজ ২’ দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও এইসময়