মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৬ আগস্ট) মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
চাঁদাবাজির বিষয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আপনারা যদি কোনো চাঁদাবাজ পান, আমাদের দেখান।
এ সময় উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যার সম্পর্কে যা অভিযোগ উঠুক না কেন, এই বিষয়ে আমি এখানে কিছু বলব না।
মাদকের নির্মূলের বিষয়ে তিনি বলেন, আপনাদের অনুরোধ করব, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হউন। আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো একটা ঘটনা ঘটলে আমরা ছবি তুলতে যাই, কিন্তু তারে প্রতিকার করি না। একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলছে, এটা প্রতিকার করা আপনাদের দায়িত্ব।