দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 12 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্র বাড়ছে ২ হাজার ৯৫০টি

বার্তা কক্ষ
August 12, 2025 7:20 pm
Link Copied!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াতে পারে ৪৫ হাজার ৯৮টি। যা দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে ২ হাজার ৯৫০টি বেশি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি এবং দায়িত্ব পালন করবেন প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে। বিষয়টি জানানো হয় আসন্ন নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে।

সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন, ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ শেষে ত্রয়োদশ নির্বাচনে সম্ভাব্য ভোটার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সকল ভোটারসহ)।

এবার নির্বাচনে প্রায় ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র এবং ১৯ হাজার অতিরিক্ত ভোটকক্ষ যুক্ত হতে পারে। সম্ভাব্য মোট প্রয়োজন হবে ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণ কর্মকর্তা। তবে পূর্বের মতো এবারও প্রয়োজনের তুলনায় ১০% বেশি কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা এবং ৫% অতিরিক্ত কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।