কেনিয়ায় পশ্চিমাঞ্চলীয় শহর কাকামেগায় দাফন শেষে বাড়ি ফিরতে থাকা শোকাহতদের বহনকারী একটি বাস উল্টে ২৫ জন নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আঞ্চলিক ট্রাফিক কমান্ডার পিটার মাইনা সাংবাদিকদের বলেন, নিহতরা একটি দাফন শেষে ফিরছিলেন এবং শোকাহত ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পরিচিত স্থানে উল্টে যায়। এটি এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।
কপটিক রাউন্ডঅবাউট নামে পরিচিত এই স্থানটি নাইরোবি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কিসুমু কাউন্টিতে অবস্থিত।
সাম্প্রতিক সময়ে কেনিয়ায় বড় ধরণের সড়ক দুর্ঘটনা সাধারণ হয়ে উঠেছে। পুলিশ অনেক দুর্ঘটনার জন্য দ্রুতগতি, বেপরোয়া গাড়ি চালানো এবং দুর্বল যানবাহনকে দায়ী করে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.