বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভ্রমণে ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ফি কার্যকর হবে।
বুধবার (৬ আগস্ট) ঢাকার রয়েল থাই দূতাবাস তাদের ফেসবুকে ই-ভিসায় নতুন ফি বাড়ানোর কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত যারা ভিসার ফি পরিশোধ করবেন তারা পুরোনো ফির আওতায় থাকবেন। তবে ১ সেপ্টেম্বরের পর থেকে সব আবেদনকারীকেই নতুন ফি অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে। এক্ষেত্রে নতুন ফি অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি ৩ হাজার ৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭ হাজার ২০০, টুরিস্ট ভিসা ৪ হাজার ৫০০ টাকা, মাল্টিপল টুরিস্ট ভিসা ২২ হাজার ৫০০।
এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসায় ২২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা ও লং টার্ম রেসিডেন্ট (এলটিআর) ভিসার ফি আগের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা হয়েছে।
পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন ফি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২ হাজার থেকে ৬ হাজার ৮০০ টাকা।
দূতাবাস জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে নতুনভাবে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে অনলাইনে ভিসা ফি পরিশোধ করতে পারবেন। ফি অবশ্যই নির্ধারিত পরিমাণে এবং একবারে পরিশোধ করতে হবে। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয় এবং কোনো অর্থ ফেরতও দেওয়া হবে না।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.