দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 6 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের শুল্ক হুমকিতে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী

বার্তা কক্ষ
August 6, 2025 7:08 pm
Link Copied!

তেলের বাজারে ফের দাম বাড়ল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রুশ তেল আমদানির কারণে শুল্ক আরোপের হুমকি দেয়ার পর বুধবার (৬ আগস্ট) বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। খবর আরব নিউজ

সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৪৮ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ১২ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪৩ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে হয় ৬৫ দশমিক ৫৯ ডলার।

আইএনজি’র পণ্য বিশ্লেষকদের মতে, রুশ তেলের ক্রেতাদের ওপর মার্কিন গৌণ শুল্ক আরোপ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। বাজারে ধারণা বাড়ছে, ভারতের পর এবার চীনের রুশ তেল আমদানিও নজরে আসতে পারে।

তারা বলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করলে বাজার এই ঘাটতি সামলাতে পারবে। তবে বড় ধাক্কা আসবে, যদি অন্য ক্রেতারাও রুশ তেল কেনা বন্ধ করে দেয়।

গত মঙ্গলবার এক ডলারের বেশি কমে উভয় বেঞ্চমার্ক তেলের দাম পাঁচ সপ্তাহের সর্বনিম্নে নেমে আসে। টানা চতুর্থ দিনের এই পতনের পেছনে সেপ্টেম্বরে ওপেক প্লাসের পরিকল্পিত উৎপাদন বৃদ্ধির প্রভাব রয়েছে।

নোমুরা সিকিউরিটিজের অর্থনীতিবিদ ইউকি তাকাশিমা বলেন, বিনিয়োগকারীরা এখন দেখছে ভারত রুশ তেল আমদানি কমাবে কি না। কমালে সরবরাহ সংকট দেখা দিতে পারে, তবে সেটি নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, ভারতের আমদানি অপরিবর্তিত থাকলে আগস্টের বাকি সময় ডব্লিউটিআই’র দাম ব্যারেলপ্রতি ৬০ থেকে ৭০ ডলারের মধ্যে থাকার সম্ভাবনা বেশি।

রোববার ওপেক প্লাস প্রতিদিন ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা দেয়, যা আগাম উৎপাদন কমানো বন্ধের ইঙ্গিত। বিশ্বের মোট তেলের অর্ধেক উৎপাদন করে এই জোট। কয়েক বছর ধরে উৎপাদন কমালেও, এ বছর বাজার দখল ফেরানোর জন্য উৎপাদন বাড়াচ্ছে তারা।

এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ তৈরির অংশ হিসেবে ভারতকে রুশ তেল আমদানি বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার ট্রাম্প আবারও হুঁশিয়ারি দেন, ভারতের রুশ তেল কেনা অব্যাহত থাকলে দেশটির পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে। তার দাবি, জ্বালানির দাম কমলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামাতে বাধ্য হবেন।

নতুন দিল্লি এই হুমকিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে অর্থনৈতিক স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বেড়েছে।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে তেলের মজুত ৪২ লাখ ব্যারেল কমেছে। যেখানে রয়টার্সের জরিপে এই হ্রাসের পূর্বাভাস ছিল মাত্র ৬ লাখ ব্যারেল। বুধবার যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন সাপ্তাহিক মজুতের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করবে।