দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 6 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কোন মাসে হয়েছিল আগের ১২ নির্বাচন এবং কেমন ছিল

বার্তা কক্ষ
August 6, 2025 3:48 pm
Link Copied!

স্বাধীনতার পর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে ফেব্রুয়ারি মাসে ভোটগ্রহণ হয়েছে তিনবার। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণ অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনও ফেব্রুয়ারি মাসে হলে এ সংখ্যা চারে দাঁড়াবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের পক্ষ থেকে ইসিকে চিঠি পাঠানো হবে, যাতে আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন ঘেঁটে পাওয়া তথ্য অনুযায়ী, দুইবার নির্বাচন হয়েছে জানুয়ারি মাসে। এছাড়া, মার্চে দুইবার, মে মাসে একবার, জুনে একবার, অক্টোবরে এক এবং ডিসেম্বরে হয়েছে দুইবার।

স্বাধীনতার পর দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। অংশ নেয় ১৫টি দল, ২৯৩টি আসন পায় আওয়ামী লীগ। ১৯৭৯ সালের ১৮ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৭টি আসনে জয় পায়। এ নির্বাচনে আওয়ামী লীগ (মালেক) ৩৯টি, জাতীয় লীগ দুটি, আওয়ামী লীগ (মিজান) দুটি করে আসন পায়।

তৃতীয় সংসদ নির্বাচন হয় ১৯৮৬ সালের ৭ মে। ভোট বর্জন করে বিএনপি, অংশ নিয়ে আওয়ামী লীগ পায় ৭৬ আসন। নির্বাচনের কয়েকমাস আগে গঠন হওয়া এরশাদের জাতীয় পার্টি (জাপা) পায় ১৫৩ আসন। এইচএম এরশাদের আমলের এ সংসদের মেয়াদ ছিল মাত্র ১৭ মাস।

১৯৮৮ সালের তেসরা মার্চের চতুর্থ সংসদ নির্বাচন; বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই বর্জন করে। জাপা পায় ২৫২ আসন, অন্য কয়েকটি দলের জোট পায় ১৯টি।

দেশে প্রথমবারের মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। এ নির্বাচনটি হয় মূলত সামরিক শাসক এরশাদের পতনের পর। মোট আসনের মধ্যে বিএনপি ১৪০ ও আওয়ামী লীগ পায় ৮৮টি।

দলীয় সরকারের (বিএনপি) অধীনে আবার নির্বাচন হয় ১৯৯৬ সালের ১৫ই মে। অংশ নেয় মাত্র তিনটি দল। বর্জন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ দল। প্রায় তিন মাস পর একই বছর সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ জুন। জোট করে আওয়ামী লীগ (১৪৬) ও জাতীয় পার্টি (৩২)। বিএনপি পায় ১১৬টি আসন।

অষ্টম সংসদ নির্বাচনে (১ অক্টোবর, ২০০১) জামায়াতের সঙ্গে জোট করে বিএনপি। উভয়ের মোট আসন ছিল ২১০টি (বিএনপি ১৯৩, জামায়াত ১৭)। আওয়ামী লীগ পায় ৬২ আসন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নবম সংসদ নির্বাচন হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর। জাতীয় পার্টি ও বামপন্থীদের নিয়ে সেবার মহাজোট গঠন করে আওয়ামী লীগ। এককভাবে পায় ২৩০ আসন। আর বিএনপি পায় ৩০টি।

দশম সংসদ নির্বাচন হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। কিন্তু এ নির্বাচন বর্জন করে বিএনপি ও জামায়াত। আওয়ামী লীগের পায় ২৩৪ আসন। তবে সেবার ১৫৩টি আসনে ভোটগ্রহণ হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন আওয়ামী লীগ ও তাদের শরীক প্রার্থীরা।

দেশে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ও ২০২৪ সালের ৭ জানুয়ারি।