দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 5 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা

বার্তা কক্ষ
August 5, 2025 11:24 pm
Link Copied!

খুলনায় চরমপন্থি নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

শাহাদাত নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দীর্ঘ দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান। এর পর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করেছিলেন।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে শাহাদাতকে একদল দুর্বৃত্ত ধাওয়া করে সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে কুপিয়ে ও গুলি করে জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

ওসি বলেন, শাহাদাতের বিরুদ্ধে বোমা মেরে দুই পুলিশ খুনসহ একাধিক হত্যা মামলা ছিল। কিছু মামলায় তিনি খালাস ও কয়েকটিতে জামিনে ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর খুলনা নগরীতে গত এক বছরে প্রতি মাসেই একাধিক হত্যাকাণ্ড ঘটছে। এই সময়ে মঙ্গলবার পর্যন্ত ৩১ জন খুন হয়েছেন। মাদক ও আধিপত্য নিয়ে বাড়ছে খুনোখুনি। অহরহ প্রকাশ্যে গুলি ও কুপিয়ে জখমের ঘটনা ঘটছে। এসব নিয়ে আতঙ্কে নগরবাসী।

চলতি মাসের পাঁচ দিনেই তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে ৩ আগস্ট রাতে মহেশ্বরপাশায় উত্তর বণিকপাড়া এলাকায় আলামিন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন।