আগস্টের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনঃ নির্ধারণ চূড়ান্ত এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম ক্রয় শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আখতার আহমেদ। এছাড়া বিগত নির্বাচনে অনিয়ম করেছে নির্বাচন কমিশনের এমন ২০০ কর্মকর্তা কর্মচারীদের বদলি করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল আসবে সংসদ নির্বাচনের প্রস্তুতি দেখতে।
প্রধান উপদেষ্টার টাইমলাইনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান ইসি সচিব। এ জন্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব কর্মকাণ্ড সম্পর্কে জনগনকে জানানো হচ্ছে।
তিনি বলেন, ভোটার তালিকার সংশোধিত আইন অনুযায়ী নতুন আরেকটি কাট আউট ডেট নির্ধারণ করে পরবর্তীতে আরেকটি ভোটার তালিকা হবে নির্বাচনের আগে। এ বছর মোট ৩টি ভোটার তালিকা প্রকাশ হবে।