বিশ্বের স্বনামধন্য এবং বহুল পঠিত সাময়িকী টাইম ম্যাগাজিনের কভারে এবার স্থান পেয়েছে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র। ‘দ্য ট্র্যাজেডি আনফোল্ডিং ইন গাজা’ শিরোনামের কাভার স্টোরিতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের মূলভূখণ্ডে হামাসের সশস্ত্র হামলার পর ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় যে ভয়াবহ মানবিক বিপর্যয় এবং নির্বিচারে মানুষ হত্যা শুরু হয় তা তুলে ধরা হয়েছে। বিশেষ এই প্রতিবেদনে গাজার ঐতিহাসিক ভূমিকা, বাস্তুচ্যুতদের নির্মম জীবন, দুর্ভিক্ষ পরিস্থিতি বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বলা হয়, গাজা একটি মানবিক নিঃস্বার্থ জীবনযাত্রার কেন্দ্রবিন্দু ছিল, যেখানে স্কুল, ক্লিনিক ও হাসপাতালের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থাগুলো জনজীবনের সুরক্ষা দিতো।
৭ অক্টোবর হামলার পর ইসরায়েল জাতিসংঘের প্যালেস্টাইন শরণার্থী সংক্রান্ত ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা-ইউএনআরডব্লিউএ'র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, এবং এরপরই মানবিক তহবিল বিতরণ কার্যক্রম শুরু করে গাজা হিউমেনিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। তবে এটি একমাত্র চারটি ডিস্ট্রিবিউশন পয়েন্টে কার্যক্রম চালায় যেখানে আগে চার শতাধিক কেন্দ্র। ইনটিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) অনুযায়ী দুর্ভিক্ষের ক্রান্তিলগ্নে গাজা যেখানে ক্ষুধা মানবিক অস্তিত্ব নাশের আশঙ্কা হয়ে দেখা দিয়েছে। শিশুদের প্রায় ২৮ হাজার পুষ্টিহীনতায় ভুগছে আর অন্তত ১২২ জন মারা গেছে ক্ষুধার কারণে, যার মধ্যে ৮৩ জনই শিশু।
মারাত্মক এবং অতিমাত্রার অপুষ্টির হার এবং ক্ষুধা মৃত্যু ঠেকাতে জিএইচএফে কার্যক্রমও পর্যাপ্ত নয়। সেই সঙ্গে সংস্থাটির ত্রাণ-সহায়তার কেন্দ্রে মানুষের ভিড় ও নিরাপত্তাহীনতা এবং তাতে ইসরায়েলের বর্বরোচিত হামলা পরিস্থিতিকে বিপর্যয়ের শেষ সীমানায় নিয়ে যাচ্ছে।
আধুনিক যুগে মানবতাবোধহীনতা আন্তর্জাতিকভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, বিশেষ করে শিশু ও দু:স্থদের প্রতি সতর্ক দৃষ্টিপাত এনে দিয়েছে। টাইমের এই প্রতিবেদন শুধুমাত্র সংবাদ নয়-এটি এক বিশ্লেষণ যাতে গভীরভাবে উঠে এসেছে কীভাবে গাজার সামাজিক মানবিক কাঠামো ভেঙে পড়েছে, এবং দুর্ভিক্ষকে যুদ্ধে অস্ত্র হিসেবে অপব্যবহার করছে তেলআবিব।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.