বাংলাদেশ, ভারতসহ বেশ কিছু দেশের ওপর আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই হার উল্লেখ করা হয়।
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও আরও বহু দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, থাইল্যান্ডের ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।
অন্যদিকে, সিরিয়ার আমদানি করা পণ্যের ওপর ৪১ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ইরাকের ওপর ৩৫ শতাংশ, লিবিয়ার ওপর ৩০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার পণ্যের ওপর ৩০ শতাংশ, কানাডার ওপর ৩৫ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ওপর ১৫ শতাংশ ও ব্রাজিলের ওপর ১০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।
আফগানিস্তান, অ্যাঙ্গোলা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, আইভোরি কোস্ট, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, ইকুয়েডর ও গিনির পণ্যের ক্ষেত্রে নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে ১৫ শতাংশ।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য শুল্ক শূন্য শতাংশ করা হয়েছে। তবে সুইজারল্যান্ডের ওপর ৩৯ শতাংশ, তুরস্কের ওপর ১৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.