ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে সাইকেল র্যালি করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে র্যালির উদ্বোধন অনুষ্ঠিত হবে। রবীন্দ্র সরোবর থেকে ধানমন্ডি ৮নং রোড হয়ে মিরপুর রোড,সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার, বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে যাবে র্যালিটি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এসব বিষয় জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র মো. রাসেল রহমান। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.