দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 31 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত আমীরের হার্টে ৩টি ব্লক, বাইপাস সার্জারির পরামর্শ

বার্তা কক্ষ
July 31, 2025 12:30 pm
Link Copied!

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়েছে। তার বাইপাস সার্জারির প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সিদ্ধান্ত নেয়া হবে।

জামায়াত আমীরের ব্যক্তিগত সেক্রেটারি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. শফিকুর রহমানের এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে, গত ১৯ জুলাই বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশে বক্তৃতা দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌঁড়ে আসেন এবং তাকে ঘিরে ধরেন। এরপর বক্তৃতা দিতে আবারও ডায়াসে দাঁড়ান তিনি। তখন ফের পড়ে যান তিনি। তারপর বসেই বক্তৃতা দেন তিনি।

এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।