কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
বুধবার (৩০ জুলাই) বিকালে মুরাদনগর উপজেলার আল্লাহ’র চত্বরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বিকালে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিল শেষে যাওয়ার পথে পেছন দিক থেকে কিছু লোকের উসকানিতে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো পুলিশ সদস্য আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
এদিকে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আসিফ মাহমুদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি চলছিল তাদের। এসময় এনসিপির লোকজনই অতর্কিত হামলা চালালে সংঘাত বাধে।