দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 29 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভুলে ৩ কোটি টাকার হীরার ব্যাগ নিয়ে এলেন বাংলাদেশি, পরে ফেরত

বার্তা কক্ষ
July 29, 2025 8:34 pm
Link Copied!

দুবাই বিমানবন্দর দিয়ে চারটি ব্যাগে করে ৩ কোটি টাকার হীরা নিয়ে অন্য আরেকটি দেশে যাচ্ছিলেন আমিরাতের এক ব্যবসায়ী। ওই দেশে নিজের হীরাগুলো প্রদর্শন করার কথা ছিল তার।

তবে বিমানবন্দরে নিজের চারটি ব্যাগের মধ্যে তিনটি ব্যাগ ঠিকঠাক নিলেও ভুলে একটি অদল-বদল করে ফেলেন। তিনি নিজের ব্যাহের বদলে এক বাংলাদেশির একটি ব্যাগ নিয়ে নেন। বিমানবন্দরে ব্যাগ চেক না করে তিনি ওই দেশে চলে যান। সেখানে গিয়ে দেখতে পান কত বড় ভুল করেছেন। সঙ্গে সঙ্গে তিনি দুবাই ফিরে আসেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

অপরদিকে ওই বাংলাদেশি তার নিজের ব্যাগ মনে করে হীরাভর্তি ব্যাগটি বাংলাদেশে নিয়ে আসেন। তবে দুবাই পুলিশের তৎপরতা ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় ওই ব্যবসায়ী হীরাসহ তার ব্যাগ ফেরত পেয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুবাই পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। যদিও কোন প্রক্রিয়ায় বা কোন পর্যায়ে বাংলাদেশি ব্যক্তি ওই হীরার ব্যাগ ফেরত দিয়েছেন কিংবা তার কাছ থেকে ফেরত নেওয়া হয়েছে সেটির উল্লেখ নেই তাদের বিবৃতিতে।

তারা বলছে, দুবাইয়ের ওই ব্যবসায়ী দেখতে পান তিনি যে ব্যাগটি নিয়ে এসেছেন সেটির ভেতর সাধারণ কাপড় রয়েছে।

তিনি বিষয়টি পুলিশকে জানানোর পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ওই বাংলাদেশিকে শনাক্ত করা হয়। এরপর বিষয়টি জানানো হয় ঢাকাস্থ আমিরাতের দূতাবাস এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ব্যাগটি তার মালিককে ফেরত দেওয়া হয়।

দুবাই পুলিশ বলেছে, “আমিরাতের ব্যবসায়ী তার ব্যাগ বিমানবন্দরের স্ক্যানারে দেন। ওই সময় ভুলে তিনি অন্যজনের একটি ব্যাগ নেন। যে ব্যক্তি বাংলাদেশে যাচ্ছিলেন তার ব্যাগের সঙ্গে ব্যবসায়ীর ব্যাগের অনেক মিল ছিল। এ কারণে এমন ভুল হয়েছে।”

তারা আরও বলেছে, “আমিরাতের ব্যবসায়ী যখন ব্যাগটি খোলেন, তিনি দেখতে পান ভেতরে শুধুমাত্র কিছু কাপড় রয়েছে। তিনি দ্রুত দুবাই ফিরে আসেন এবং একটি মামলা করেন। বাংলাদেশি ওই ব্যক্তি নিজের ব্যাগ মনে করে ব্যবসায়ীর ব্যাগ নিয়ে যান। কারণ দুটি ব্যাগের মধ্যে অনেক মিল ছিল।”

নিজের তিন কোটি টাকার হীরা উদ্ধার করে দেওয়ায় দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যবসায়ী।

সূত্র: দ্য ন্যাশনাল