দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 29 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ল ৫ মাস

বার্তা কক্ষ
July 29, 2025 3:06 pm
Link Copied!

ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইনি অবস্থান সংশোধনের সুযোগ চলতি বছরের ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজনীয় সুযোগ দেওয়ার স্বার্থে এ সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে আরও অধিক সংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা পাওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এই বিশেষ সাধারণ ক্ষমা কর্মসূচি শুরু হয়, যার আওতায় প্রবাসীরা জরিমানা ছাড়া আকামা ও ভিসা নবায়ন, ব্লক বাতিল, নতুন নিয়োগকর্তার অধীনে স্থানান্তর বা দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়সীমা হলো শেষ সুযোগ। সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে, যেন তারা দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন এবং আইনি বৈধতা নিশ্চিত করেন।

মন্ত্রণালয় আরও জানায়, ৮ জুলাইয়ের পূর্ববর্তী ঘোষণার আলোকে এবং বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই সময়সীমা কার্যকর করতে সব ধরনের সহায়তা ও সমন্বয় নিশ্চিত করা হয়।

ওমান সরকার আশাবাদ ব্যক্ত করেছে, এই উদ্যোগের ফলে প্রবাসী কর্মীদের জীবনমান উন্নত হবে এবং নিয়োগকর্তারাও উপকৃত হবেন।

বিষয়টি জানিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) ওমানের বাংলাদেশ দূতাবাস থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।