দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 29 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

মুফতি তারিক মাসুদ কেন এতো জনপ্রিয় ?

বার্তা কক্ষ
July 29, 2025 3:02 pm
Link Copied!

ইউটিউব, ফেসবুক, টিকটকসহ প্রায় জনপ্রিয় সব সামাজিক মাধ্যমে দেখা মেলে মুফতি তারিক মাসুদের বক্তব্য, আলোচনা। রসবোধের মিশেলে তার মুখে শোনা ধর্মীয় গুরুগম্ভীর আলোচনাও সহজ-স্বাভাবিক মনে হয় শ্রোতার কাছে। পাকিস্তানি হলেও নেটমাধ্যমে তার জনপ্রিয়তা বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্যসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

একজন সহজ সরল বক্তা, যিনি হৃদয় দিয়ে কথা বলেন

মুফতি তারিক মাসুদ বক্তব্যের সময় কথা বলেন হৃদয়ের গভীর থেকে। কোনো ভণিতা, বাড়াবাড়ি বা জটিল মনস্তত্ত্বের আলাপে তিনি ধর্ম বোঝাতে চান না। তিনি কথা বলেন, গরিব, মধ্যবিত্ত, অথবা একেবারে সাধারণ শ্রেণীর মানুষের ভাষা ও বেদনার প্রতিচ্ছবি হয়ে। তিনি যে সমস্যার কথা বলেন, তা যেন আমাদের পাশের দরজার বাস্তবতা। তিনি যে সমাধান দেন, তা যেন আমাদের জীবনেরই সমস্যার সমাধান।

 আধুনিক মানুষের প্রশ্নের বাস্তবসম্মত জবাব

তরুণ প্রজন্মের বড় একটি অংশ ইসলাম বিষয়ে জানতে কৌতূহলী হলেও অনেকেই থাকেন দ্বিধান্বিত, সংশয়গ্রস্ত। আধুনিকতা, প্রযুক্তি ও বাস্তবতা বুঝে দিকনির্দেশনা দেবেন এমন প্রাজ্ঞ আলেম পছন্দ করেন তরুণদের অনেকেই। মুফতি তারিক মাসুদ ঠিক এ জায়গাটিতেই নিজের অবস্থান নিশ্চিত করেছেন। তিনি আধুনিক প্রযুক্তি, স্যোশাল মিডিয়ার ক্ষতিকর দিকের থেকেও এর সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি হারাম, জায়েজ, বিদআত, সুন্নাহ এই শব্দগুলো জীবন্ত অর্থে উপস্থাপন করে তরুণদের মাঝে এর আবেদন সৃষ্টি করেছেন।

হাস্যরসের মাধ্যমে গভীর বার্তা

হাস্যরস, কৌতুকের সংমিশ্রণে জটিল বিষয় সহজেই উপস্থাপনের দক্ষতা মুফতি তারিক মাসুদের জনপ্রিয়তার আরেকটি কারণ । বক্তব্য শ্রবণে ক্লান্তি দূর করে শ্রোতাকে মনোযোগী করে তুলতে হাস্যরসের সাহায্য গ্রহণ করেন তিনি। রসবোধের মাধ্যমে ঠাট্টা-তামাশা কিংবা কাউকে অপমান করেন না কখনো। এই হাস্যরসে কখনও কখনও তিনি সমাজের কপটতা, লোকদেখানো ইবাদত, কিংবা ভণ্ডামির মুখোশ খুলে দেন।

পরিবার, বিয়ে ও তরুণদের সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা

মুফতি তারিক মাসুদ সমাজের স্পর্শকাতর বিষয়ে সোচ্চার থাকেন সবসময়। যৌবন, বিয়ে, প্রেম, নারী-পুরুষ সম্পর্ক ইত্যাদি সরাসরি ব্যাখ্যা করেন ইসলামের আলোকে। একাধিক বিয়ের প্রয়োজনীতা, গুরুত্বের বিষয়টিও খোলামেলা তুলে ধরেন। আলেমদের অনেকেই এই বিষয়গুলো এড়িয়ে গেলেও মুফতি তারিক মাসুদ অকপটে সুন্দর উপমায় বিষয়গুলো তুলে ধরেন। তার উপমাশৈলী সাধারণ মুসলিমদের মন সহজেই আকর্ষণ করে। এই আলোচনাগুলো তরুণ প্রজন্মের কাছে খুব সহজেই জনপ্রিয় করে তুলেছে তাকে।

ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে পেশাদার উপস্থাপনা

মুফতি তারিক মাসুদ ও তার টিমের পেশাদার দক্ষতা তাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। তার প্রতিটি বক্তব্যের ভিডিও সুন্দরভাবে সম্পাদনা করে প্রকাশ করা হয়। ভালো মানের ক্যামেরা, পরিষ্কার শব্দ, সাবটাইটেলসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয় তার ভিডিওগুলোকে সময়োপযোগী করে তোলে। এছাড়াও সংক্ষিপ্ত ক্লিপ, ওয়ান-মিনিট শর্টস, এবং নির্দিষ্ট টপিকভিত্তিক আলোচনার মাধ্যমে নেটিজেনদের কাছে সহজে পৌঁছে যায় তার কণ্ঠস্বর।

 নিরপেক্ষতা ও সাহসিকতা

ধর্মীয় আলোচনার ক্ষেত্রে কারো খুশি বা অসন্তুষ্টির তোয়াক্কা করে আলোচনা করেন না মুফতি তারিক মাসুদ। সত্য বলার ক্ষেত্রে কারো তোয়াজ করেন না। রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ, কিংবা আর্থিক প্রলোভনের তোয়াক্কা না করে সত্য উচ্চারণ করেন নিঃসংকোচে।

ইসলামের সৌন্দর্য তুলে ধরেন নতুন কৌশলে

কঠোরতা ও জটিলতার বিপরীতে মানুষের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন মুফতি তারিক মাসুদ। তিনি মানুষের অভ্যন্তরীণ পরিবর্তনের ওপর জোর দেন। নামাজ, রোজা, হজ, জাকাতের মতো ফরজ বিধানগুলো পালনে আগ্রহী করতে এর ফজিলত, ইবাদত পালনে অন্তরের প্রশান্তির দিক নিয়ে আলোচনা করেন তিনি।

হৃদয়গ্রাহী বক্তব্য, সাহসী দৃষ্টিভঙ্গি, বাস্তবসম্মত বিশ্লেষণ, এবং ইসলামের প্রতি গভীর ভালোবাসা মুফতি তারিক মাসুদকে তার দেশের গণ্ডি পেরিয়ে জনপ্রিয় করে তুলেছে নেটমাধ্যমে। তিনি একাধারে একজন আলেম, সমাজচিন্তক, এবং মিডিয়াবান্ধব দায়ী। প্রযুক্তি ধারণ করেই মানুষের মাঝে ছড়িয়ে দেন ইসলামের বাণী।

জন্ম 

মুফতি তারিক মাসুদ ১৯৭৫ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি করাচির জামিয়াতুর রশীদের একজন অধ্যাপক। পাকিস্তানে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচে’ প্রভাবশালী ধর্মীয় ব্যক্তি হিসেবে গণ্য করা হয়।