বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থানের জন্য ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পটি উপস্থাপন করা হলেও অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
রোববার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন (এনইসি) কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিফ্রিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
একনেক সভায় ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৮ হাজার ৫৮ কোটি, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫২ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করা হবে।
জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ যাওয়ার বিষয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আমরা মনে করি প্রকল্পটির যথার্থ মূল্যায়ন হওয়া উচিত। জুলাই যোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বয় করা উচিত। এটা ভালো উদ্যোগ, আরও পরিকল্পিতভাবে এগোতে চাই আমরা।
তিনি বলেন, বিআরটি প্রকল্প নিয়ে তদন্ত হবে। বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্প তদন্ত করা হবে। সম্পূর্ণ অপরিকল্পিত এবং দানবীয় এ মেগা প্রকল্পটির সংশোধনী প্রস্তাব একনেকে উপস্থাপন করা হয়। কিন্তু সেটি অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি কারা নকশা তৈরি করেছে। কীভাবে প্রকল্পটি নেওয়া হয়েছে। সেখানে কী কী ত্রুটি আছে, কারা দায়ী সেসব বিষয় খতিয়ে দেখা হবে।
ঠিকাদারদের বিষয়ে তদন্ত করা হবে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, অসংখ্য প্রকল্প থেকে ঠিকাদাররা পালিয়েছে। কেন ও কত টাকা নিয়ে পালিয়েছে সেসব খতিয়ে দেখতে আইএমইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে সরকারি কর্মকর্তারা পিডি হিসেবে কেন ঠিকাদারদের বাড়তি টাকা দিয়েছেন, কিন্তু কাজ বুঝে নেননি সেটিরও তদন্ত করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.