দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 27 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

গুগল সার্চে যে নতুন পরিবর্তন এলো

বার্তা কক্ষ
July 27, 2025 12:46 pm
Link Copied!

গুগল এখন তাদের সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে নতুন একটি ফিচার এনেছে। যার নাম ওয়েব গাইড। এটি একটি এআই চালিত সিস্টেম। যা আপনার সার্চ করা বিষয়ের ফলাফলগুলোকে সুন্দরভাবে ভাগ করে সাজিয়ে দেয়।

গুগলের নিজস্ব জেমিনি এআই মডেল ব্যবহার করে এই ফিচার চালু হয়েছে। আপনি যদি “how to care for a mango tree” লিখে সার্চ দেন, তাহলে এটি প্রথমে দুইটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখাবে। তারপর এআই দিয়ে লেখা একটা ছোট সারাংশ দেবে, এরপর বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ফলাফলগুলো সাজিয়ে দেবে।

যারা খুব নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন বা দ্রুত তথ্য পেতে চান, তাদের জন্য এই ফিচার অনেক উপকারী হবে। গুগল বলছে, আপনি চাইলে এখনো আগের পুরোনো স্টাইলের সার্চ ফলাফল দেখতে পারবেন, তবে ভবিষ্যতে এটি “All” ট্যাবে চলে আসবে।

আপনি চাইলে গুগল সার্চ ল্যাবস থেকে এই ফিচারটি চালু করতে পারবেন। এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। তাই শুধু যারা চাচ্ছেন, তারাই এটি ব্যবহার করতে পারবেন।

আগে যেখানে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক একসাথে দেখাত, এখন গুগল সেগুলোকে থিম বা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিচ্ছে। যা তরুণ ব্যবহারকারীদের জন্য অনেক বেশি সহায়ক। এটি শুধু সময় বাঁচায় না, বরং ভুলভাল তথ্যের ঝামেলাও কমাবে।