দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 27 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যের মৃত্যু

বার্তা কক্ষ
July 27, 2025 9:06 am
Link Copied!

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের একই পরিবারের চার শিশুসহ ৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও পাঁচ সদস্য।

শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, ১১ দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা। শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা। নিহতদের জানাজা সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

গত মাসে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল যে, এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে ১৮ পাকিস্তানির মৃত্যু হয়। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী ছিলেন। যাদের বেশিরভাগই বয়স্ক এবং হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতেই মৃত্যুবরণ করেন তারা। তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেয়া হয়। এর আগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিল।

২০২৫ সালের হজে বিশ্বের ১৭১টি দেশ থেকে ১,৫০৬,৫৭৬ জন হজযাত্রীর পাশাপাশি ১,৬৭৩,২৩০ জন ওমরাহ পালন করেন। এছাড়া সৌদি আরবের ১,৬৬,৬৫৪ জন স্থানীয় হাজীও হজ পালন করেন। চলতি বছর হজে লিঙ্গ ভারসাম্যের দিক থেকে একটি রেকর্ড সৃষ্টি হয়। হজযাত্রীদের মধ্যে ৮৭৭,৮৪১ জন পুরুষ এবং ৭৯৫,৩৮৯ জন নারী ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস (১২৫ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়ায় ১,৩০১ জন হজযাত্রী প্রাণ হারিয়েছিলেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার পর এ বছর সৌদি সরকার ব্যাপক কুলিং ব্যবস্থা গ্রহণ করে হজযাত্রীদের সুরক্ষার জন্য।