দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানে আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড, নিহত ৬

বার্তা কক্ষ
July 26, 2025 8:24 pm
Link Copied!

ইরানে আদালত ভবনে সন্ত্রাসী হামলায় শিশু ও নারীসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৩ জন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের এক আদালত ভবনে সুন্নি চরমপন্থি জঙ্গিগোষ্ঠী জায়েশ আল-আদলের একদল সশস্ত্র সদস্য এ হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। অন্যদিকে এবিসির নিউজে এ ঘটনায় নিহতের সংখ্যা বলা হয়েছে ৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা প্রদেশটির রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছোড়ে। তাদের হামলায় নিহতদের মধ্যে মা ও শিশু রয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

হামলার পর নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জায়েশ আল-আদল হামলার দায় স্বীকার করেছে জায়েশ আল-আদল। নিরাপত্তা স্বার্থে এলাকাটি ছেড়ে যেতে বেসামরিক নাগরিকদের বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বালুচ মানবাধিকার গোষ্ঠী হালভস জানিয়েছে, হামলাকারীরা আচমকা বিচারকদের চেম্বারে ঢুকে পড়ে।

সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বসবাস। এ জনগোষ্ঠীটি অভিযোগ- তারা দেশটির রাজনীতিতে উপেক্ষিত ও অর্থনৈতিক বঞ্চনার শিকার। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সুন্নি জঙ্গিগোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ প্রায়ই ঘটে।