দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 23 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬, আহত ২

বার্তা কক্ষ
July 23, 2025 2:54 pm
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ৪ নারী ও ১ পুরুষ এবং হাসপাতালে নেওয়ার পর আরও ১ নারীর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় আহত ২ জন (১ পুরুষ ও ১ নারী)-এর অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম ইউনিয়নাধীন রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর থেকে ঢাকাগামী হাইয়েস মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে দেখা যায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। কাছে গিয়ে দুই জনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও ৩টি লাশ উদ্ধার করে। এসময় জীবিত উদ্ধার করা হয় আরও ৩ জনকে, যাদের একজন হাসপাতালে নেওয়ার পর সেখানেই মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে হতাহতদের বাড়ি নাটোর জেলাতেই।