২০২৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষেই এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরারদের নেতৃত্বাধীন যুবারা।
আগামী সেপ্টেম্বর মাসে দুই সপ্তাহের সফরে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে যুব টাইগাররা। এরপর জিম্বাবুয়েতে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও স্বাগতিকদের নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা।
ত্রিদেশীয় সিরিজ শেষে সরাসরি ইংল্যান্ড সফরে যাবে দলটি। সফরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর, লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচও একই মাঠে, ৭ সেপ্টেম্বর। এরপর ১০ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর, লন্ডনের বেকেনহামে অবস্থিত কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে।
এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি আরও মজবুত করতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তরুণদের এই ধারাবাহিক আন্তর্জাতিক অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
প্রথম একদিনের ম্যাচ |
৫ সেপ্টেম্বর |
লাফবোরো |
দ্বিতীয় একদিনের ম্যাচ |
৭ সেপ্টেম্বর |
লাফবোরো |
তৃতীয় একদিনের ম্যাচ |
১০ সেপ্টেম্বর |
ব্রিস্টল |
চতুর্থ একদিনের ম্যাচ |
১২ সেপ্টেম্বর |
বেকেনহাম |
পঞ্চম একদিনের ম্যাচ |
১৪ সেপ্টেম্বর |
বেকেনহাম |
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.