শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৪০শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২২জুলাই) বিকালের দিকে ঘটনাটি ঘটে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন, আশিক(১৯) রাকিবুল হাসান(২১) আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা(১৮) মুগ্ধ (১৯) অন্তর(২০) শাকিল (২৩) শাওন (১৯), তানসিন (২০)সিয়াম (১৮),মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮)নেহাল (২০) সহ আরও অনেকে।
আহত শিক্ষার্থীরা জানান, তাদের এক দফা এক দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল। এসময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীরা তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এতে তারা আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদেরকে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।