উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আজ দুপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ওপর একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ছুটির মুহূর্তে হঠাৎ বিকট শব্দে একটি বিমান ভবনের ওপর আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন অভিভাবক জানান, “আমরা ঠিক তখনই আমাদের সন্তানদের নিতে এসেছিলাম। হঠাৎ বিকট শব্দে তাকিয়ে দেখি ভবনের ওপর থেকে ধোঁয়া আর আগুন উঠছে।”
জানা গেছে, বিধ্বস্ত হওয়া ভবনটি মূলত প্লে-গ্রুপ ও কেজি শ্রেণির শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হতো। ছুটি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা নিচে নেমে আসছিল বলেই বড় ধরনের প্রাণহানি কিছুটা হলেও এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.