দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 17 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে এনসিপির পথসভা শুরু

বার্তা কক্ষ
July 17, 2025 10:37 pm
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা মানিকগঞ্জে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে তারা জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে এসে পৌঁছান। এ সময় জেলার নেতৃবৃন্দ তাদের বরণ করে নেন। পরে সেখানেই সমাবেশে অংশ নেন।

এর আগে, দুপুরে ফরিদপুরে এবং বিকেল রাজবাড়ীর পদযাত্রা শেষে সন্ধ্যার দিকে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এদিকে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে। এ ছাড়া শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, ডা. তাজনুভা জাবীন, দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিলসহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা ও উপজেলার নের্তবৃন্দরা এসেছেন।

উল্লেখ্য, পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ রাজবাড়ী জেলায় তাদের পদযাত্রা চলছে। এর আগে, এনসিপির নের্তবৃন্দরা ফরিদপুরে সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে জনতা ব্যাংক মোড় পর্যন্ত যান। সেখানে তারা একটি পথসভা করেন।