গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ শতাধিক শিশুকে স্মরণ করে এবার দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলোতে আয়োজন করা হচ্ছে ‘জুলাই স্মরণ অনুষ্ঠান’। এ উপলক্ষে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ পাচ্ছে সরকার থেকে।
অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান বলেন, ‘শিশু শহিদদের স্মরণে আমরা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান করছি। এতে এক কোটি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শিশুদের গান, কবিতা, নাচ এবং রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা যেন বিগত বছরের ঘটনাবলি জানতে পারে এবং ভবিষ্যতে তা কাজে লাগাতে পারে।’
অর্থ-রাজস্ব বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান পালনের লক্ষ্যে মাঠপর্যায়ের সব দপ্তরে বরাদ্দ ও মঞ্জুরির বিস্তারিত নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাস-সচেতনতা ও জাতিগত আত্মত্যাগ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণআন্দোলনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশের বিভিন্ন প্রান্তে বহু শিশু প্রাণ হারায়। তাদের স্মরণেই এই ‘জুলাই স্মরণ অনুষ্ঠান’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই সারাদেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অর্থ বরাদ্দের চিঠি ইতোমধ্যেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.