গোপালগঞ্জ জেলায় আগামীকাল বৃহস্পতিবারের (১৭ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের নিরাপত্তায় আগামীকাল বৃহস্পতিবারের (১৭ জুলাই) ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানো হয়।
এতে আরও বলা হয়, তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.