মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হয়েছেন। দুদকের সচিব হিসেবে খোরশেদা ইয়াসমীনের স্থলাভিষিক্ত হলেন তিনি। খোরশেদা ইয়াসমীন সম্প্রতি অবসরোত্তর ছুটিতে রয়েছেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মোহাম্মদ খালেদ রহীমকে এ পদে নিয়োগের এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, খালেদ রহীমকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হলো।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.