সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পদ ক্রোক করেছে সিআইডি। সংস্থাটি জানিয়েছে, জোর পূর্বক জমি দখল, কমিশন গ্রহণসহ নানা অনিয়মের মাধ্যমে এসব সম্পদের মালিক হয়েছিলেন গোলাম দস্তগীর।
বুধবার সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম দস্তগীর বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রোক করা সম্পদ তিনি ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেন।
সিআইডি জানিয়েছে, দস্তগীর গাজী ও তাঁর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানিলন্ডারিংয়ের অনুসন্ধান চলমান।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.