হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়লেও দেশে দাম কমছে না। একদিনেই ১০ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে।
ব্যাবসায়ীরা বলছেন, দেশের বাজারে দাম বেড়ে যাওয়ায় আমদানির পরিমাণও বাড়ছে। হিলির পাইকারি বাজারে প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা। অনেক আমদানিকারক বন্দরে বিক্রি না করে বেশি দামের আশায় পাঠিয়ে দিচ্ছেন ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে।
দীর্ঘ আট মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয় গত ১০ জুলাই। প্রথম দিকে দুই-এক ট্রাক আমদানি হলেও গতকাল সোমবার একদিনেই এসেছে ১০ ট্রাক কাঁচামরিচ।
ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিনের তুলনায় কাঁচামরিচের চাহিদা অনেক বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিলি বন্দরে আসা পাইকারি ক্রেতারা বলছেন, চলতি মৌসুমে বন্যা ও খরায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে উৎপাদিত কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় দিন-দিন দামও বাড়ছে।
উল্লেখ্য, প্রতি কেজি আমদানিতে সরকারকে শুল্ক দিতে হচ্ছে ৩৭ টাকা।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.