রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে যুবক শিমিয়ন ত্রিপুরার কাছ থেকে টাকা ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় কবির নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক।
তিনি বলেন, শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেলসহ অভিযুক্ত কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গত শুক্রবার ভোরে শ্যামলী ২ নম্বর রোডে অবস্থিত কাজি অফিসের দিক থেকে ছাতা হাতে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। এ সময় তাঁর পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন আসছে। ভুক্তভোগীর কাছে এসে মোটরসাইকেলের পেছনের ব্যক্তি নেমে পড়ে। বাকি দু’জন মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে ভুক্তভোগীর সামনে অবস্থান নেয়। এ সময় চালকের পেছনে থাকা অন্য ছিনতাইকারীও নেমে পড়ে। অভিযুক্ত তিন ছিনতাইকারীর মধ্যে দু’জনকে হেলমেট পরিহিত অবস্থায় এবং একজনকে খালি গায়ে দেখা যায়। পরে দুই ছিনতাইকারী ভুক্তভোগীর কাছে থাকা টাকাসহ সবকিছু ছিনিয়ে নেয়। এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখানো হয়। তার জামা ও জুতা খুলে নিতেও দেখা গেছে। ছিনতাই শেষে মোটরসাইকেলে চেপে তিন ছিনতাইকারীকে আবারও কাজি অফিসের দিকে পালিয়ে যেতে দেখা যায়।
এ ঘটনায় করা মামলায় ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা উল্লেখ করেছেন, তিনি ধামরাইয়ে এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, থাকেন শ্যামলীতে। ওই দিন ভোর ৬টায় সাভারের উদ্দেশে তিনি শ্যামলীর বাসা থেকে রওনা হন। শিমিয়ন যখন শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পূর্ব পাশে আসেন, তখন পেছন থেকে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেল থেকে নেমে আসা তিনজন চাপাতির ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.