ব্রেন্টফোর্ডের ডেনিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান নরগার্ডকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। দলে শক্তি বাড়াতে এবারের দলবদলে এ নিয়ে তিনজন ফুটবলার কিনলো গতবারের রানার্সআপরা।
দুই ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও ট্রান্সফার ফির বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে গুঞ্জন রয়েছে নরগার্ডকে দলে টানতে ১ কোটি পাউন্ড খরচ করেছে গানাররা।
ব্রেন্টফোর্ডে ক্যারিয়ারের ৬ বছর সময় কাটিয়েছেন এই মিডফিল্ডার। ২০২১ সালে দলকে ইংলিশ প্রিমিয়ার লিগে তুলতে রাখেন ভূমিকা। গত দুই মৌসুমে অধিনায়কত্বের আর্মব্যান্ডও ছিল ক্রিশ্চিয়ান নরগার্ডের দখলে।