চব্বিশের জুলাইয়ে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন রূপ নিয়েছিল সরকার পতনের আন্দোলনে। তাই আন্দোলন দামাতে কঠোর হয়ে ওঠে শেখ হাসিনা সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নামে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। হামলা চালায় আন্দোলনকারীদের ওপর।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই আন্দোলনে ১৪০০ এর বেশি নিহত হয়েছে। পাশাপাশি সারাদেশে আহত হয় প্রায় ১২ হাজার ছাত্র-জনতা।
এইসব আহত জুলাই যোদ্ধাদের সহায়তায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যেখানে অংশগ্রহণ থাকবে বাণিজ্যিক ব্যাংকেরও।
তহবিলেন অর্থ আহতদের চিকিৎসা ও পূনর্বাসনে ব্যয় করা হবে। তহবিলের আকার বড় হলে সহায়তার আওতা এবং পরিমাণ বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, জুলাই আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছে বা বিভিন্নভাবে আহত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য ২৫ কোটি টাকার একটি তহবিল গঠন করা হচ্ছে। যার নেতৃত্বে আছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকই এই তহবিলে ১৪ কোটি টাকা দিচ্ছে। যেসব ব্যাংকের বার্ষিক লাভ ৪০০ কোটি টাকার উপরে হয়েছে এ রকম ১১টি ব্যাংক এক কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা দিচ্ছে।
প্রাথমিকভাবে বিশেষ এ তহবিল থেকে চিকিৎসা সহায়তা দেয়া হবে আহতদের। আর চিকিৎসা শেষে পুনর্বাসনেও অনুদান পাবেন জুলাই যোদ্ধারা।
আরিফ হোসেন খান বলেন, চিকিৎসার ব্যয়ভার বহন করা এবং চিকিৎসার পরবর্তী সময়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, মানে তাদেরকে তো কিছু করে খেতে হবে। ওই সময় যদি তাদের কোনও সহযোগিতা দরকার হয়, তখনও এই তহবিল থেকে তাদেরকে অর্থ দেয়া হবে।
জুলাই যোদ্ধাদের সহায়তায় বিশেষ তহবিল গঠনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে বাণিজ্যিক ব্যাংকও। এটি নৈতিক দায়িত্ব বলেও মনে করেন ব্যাংকাররা।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বলেছেন, আমি মনে করি আসলে এটা বেশ ভালো উদ্যোগ। এটা আমাদের নৈতিক দায়িত্বও। এ দেরকে সাহায্য করা এবং সার্বিক কল্যাণে তহবিল গঠনের যে উদ্যোগ বাংলাদেশে ব্যাংকের, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, পরিচালনা পর্ষদে অনুমোদনের পর বিশেষ তহবিলে অর্থ দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.