দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 11 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে সাত দিন ‘অন্যদিন…’

বার্তা কক্ষ
July 11, 2025 9:31 am
Link Copied!

কামার আহমাদ সাইমন পরিচালিত ও সারা আফরীন প্রযোজিত ‘জলত্রয়ী’ সিরিজের দ্বিতীয় অংশ ‘অন্যদিন…’ মুক্তি পাচ্ছে। আজ শুক্রবার (১১ জুলাই) থেকে টানা সাতদিন রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি।

প্রায় দুই বছর ধরে সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড) আটকে থাকার পর দর্শকের সামনে আসছে ‘অন্যদিন…’। জুলাই অভ্যুত্থানকে উৎসর্গ করে জুলাইতেই ছবিটি মুক্তি দেয়া হচ্ছে বলে জানান পরিচালক কামার আহমাদ সাইমন।

তবে প্রেক্ষাগৃহে মুক্তি আটকে থাকলেও দীর্ঘ এ সময়ে সিনেমাটি জয় করেছে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু পুরস্কার। ভেসে বেড়ানো একটা দেশের গল্প, একটা দশকের গল্প– এমন শিরোনাম নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে সিনেমাটি।

ছবির নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন, একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া। ‘২৪ এর জুলাইয়ের আগে ‘অন্যদিন…’ দেখানো বন্ধ ছিল। তাই ভেবেছিলাম, আর কোনো ছবি বানাবো না। কিন্তু জুলাই এসে সব কিছু বদলে দিয়েছে। বিগত সময়ের সেন্সর নিষেধাজ্ঞা ছিল ছবিটির ক্ষেত্রে। কারণ, ছবিটা ‘প্রফেটিক’ ছিল। এখন সুযোগ এসেছে, তাই এই জুলাইয়েই ছবিটিকে মুক্তি দিচ্ছি।

২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় ছবিটি নিয়ে আপত্তি তুলেছিল বিগত সরকার। এরপর থেকে সিনেমাটি আটকে ছিল সেন্সর বোর্ডে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তন হয়, সেন্সর বোর্ডের ইতি ঘটিয়ে গঠিত হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’। এ বছরের মার্চে সার্টিফিকেশন সনদ পায় ‘অন্যদিন…’।

২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে ছিল ‘অন্যদিন…’। এ সিনেমার জন্যই ২০১৬ সালে বাংলাদেশের প্রথম নির্মাতা হিসেবে সাইমন লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় ‘ফিচারড ডিরেক্টর’-এর সম্মাননা পান। ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ এবং ২০১৪-তে সানড্যান্স থেকে গ্রান্ট অ্যাওয়ার্ডও জয় করে ছবিটি।

২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলোর অন্যতম প্রধান ইডফার মূল প্রতিযোগিতায় আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। ইডফার ওয়েবসাইটে ছবিটি সম্পর্কে লেখা হয়েছিলো ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’।

২০২২ সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য হ্যারেল অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সিনেমাটি।

সমালোচক ও জুরিবোর্ডের প্রশংসাতেও ভেসেছিল সিনেমাটি। নিউ-ইয়র্কের মমির ওয়েবসাইটে সিনেমাটির সেগমেন্টকে বর্ণনা করা হয়েছিল ‘আর্টিস্টিক মাস্টারপিস’ হিসেবে।