বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে তাকেসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বৃষ্টিময় সকালে তাদের আদালতের হাজত খানায় রাখা হয়। বৃষ্টি কিছুটা কমলে সকাল সোয়া ১০টার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এসময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে কাঁদতে দেখা যায়। শুনানি শেষে হাজত খানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায়।
এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলক ভাইকে আজ যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আনা হয়। এদিন আদালতে এসে তিনি খবর পান, তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।
গত বছরের ১৫ আগস্ট বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরে বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.