নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, যদি ক্ষমতায় থাকতে চাইতাম, তাহলে বহু আগেই থাকতে পারতাম। আমার ওই ধরনের কোনো ক্ষমতায় থাকার ইচ্ছা নেই। যতটুকু সময় পেয়েছি, একদম সিনসিয়ারলি সাধারণ মানুষের জন্য, শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, একই সঙ্গে মালিকরা যাতে শ্রমিকদের দেনা-পাওনা দিতে পারে, সেজন্য যতটুকু করার এর আগে কোনো শ্রম মন্ত্রী করেনি।
সম্প্রতি খালেদ মহিউদ্দিনের এক টক শোতে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতায় থাকতে চান— এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কবে হবে— এমন প্রশ্নে এই উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে যে কথা বলেছেন, তার বাইরে আমার যাওয়ার কোনো উপায় নেই। উনি বলেছেন—ফেব্রুয়ারিতে হতে পারে। প্রথমে উনি বলছেন—এপ্রিলে। পরে বলেছেন—ফেব্রুয়ারিতে হতে পারে। অনেক বিবেচনা করে বলেছেন। পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গেও আলোচনা হয়তো হয়েছে। আমি সেখানে থাকতে চাই। আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে গিয়েছে।
চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কম্পানি বা যেই আসুক, সে কিন্তু বন্দর পরিচালনা করছে না। বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি, এখন যা আছে তাই। তারা শুধু অপারেট করবে। পাঁচটি টার্মিনাল অপারেট করবে কিছু বছরের জন্য।