শ্রীলঙ্কার ইনিংসের ৪৬তম ওভারে বোলিংয়ে আসেন বাংলাদেশের পার্টটাইম স্পিনার শামীম পাটোয়ারি। তখনই বোঝা গিয়েছিল- ধীর উইকেটে নিচু হয়ে আসা স্পিন রহস্য হতে যাচ্ছে। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে স্পিনে ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে। তবে শ্রীলঙ্কার ২৮৬ রানের লক্ষ্যে নেমে পেস বোলিংয়েই আত্মহুতি দিয়েছেন তানজিদ-হৃদয়রা। ৩৯.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে মিরাজের দলও হেরেছে ৯৯ রানে। সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।
শ্রীলঙ্কায় লাল কিংবা সাদা বলে ম্যাচের ভাগ্য অনেকটাই টসের ওপর নির্ভর করে। সিরিজের প্রথম দুই ওয়ানডে যার সাক্ষী। পাল্লেকেলেতেও টসের দিকে তাকিয়ে ছিল দুই দল। লঙ্কান অধিনায়ক চারিথা আশালঙ্কা টস জিতে ব্যাটিং নিতে দু’বার ভাবেননি। তবে ঠিক ১০০ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের চাপেই রেখেছিল বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.