উত্তর আফ্রিকার ফুটবল পরাশক্তির দেশ মরক্কো। কাতারে অনুষ্ঠিত ২০২২ ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল আশরাফ হাকিমিরা। সেই দলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে পারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মরক্কোকে এমন প্রস্তাবই দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২ জুলাই) মরক্কোর রাজধানী রাবাতে দেশটির ক্রীড়া বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রস্তাব দেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশ-মরক্কো ফুটবল ম্যাচ ক্রীড়াক্ষেত্রে দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। এছাড়াও, আন্তর্জাতিক মানের একটি ফুটবল ইকোসিস্টেম গড়ে তুলতে মরোক্কোর পরামর্শ, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময় প্রয়োজন।
বৈঠকে দেশটির মন্ত্রী সাদ বেরাদা সমন্বিত শিক্ষা ও ক্রীড়া কাঠামোর কথা তুলে ধরে বলেন, এই পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হার কমাতে সহায়ক ভূমিকা রাখছে। এ সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই মডেল একটি রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে।
সাদ বারদো বলেন, শিক্ষা ও যুব উন্নয়নে বাংলাদেশের সাম্প্রতিক অর্জনের প্রশংসনীয়। মরক্কো প্রি-স্কুল কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ক্লাসরুমকে আরও আনন্দদায়ক ও শিক্ষা উপযোগী করার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে শিক্ষার্থীদের একাডেমিক তথ্য একটি ডেটাবেজে সংরক্ষিত হচ্ছে।
এদিকে, রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এ সময় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ তাকে স্বাগত জানান এবং ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনের সময় ফুটবল কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন আসিফ মাহমুদ।
এ সময় দেশটির কর্মকর্তারা মরক্কোর ফুটবলের কাঠামো, খেলোয়াড় উন্নয়ন এবং ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরিদর্শন শেষে আলোচনায় ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদশের ফুটবলের উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ সার্বিক সহযোগিতার জন্য দেশটিকে প্রস্তাব দেয়া হয়।
ফেডারেশনের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে মাননীয় উপদেষ্টা মরক্কোর জাতীয় দলের সাম্প্রতিক অর্জন, বিশেষ করে সর্বশেষ ফিফা বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে মরক্কো জাতীয় দলের বিপুলসংখ্যক অনুরাগী রয়েছে। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ফুটবল উন্নয়ন ও ক্রীড়াবিষয়ক সহযোগিতার একটি কার্যকর ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.